thereport24.com
ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১,  ২৪ জিলহজ ১৪৪৫

ডাচদের ব্যাপারে বেশ সতর্ক দক্ষিণ আফ্রিকা

২০২৩ অক্টোবর ১৭ ১৫:০৮:২৪
ডাচদের ব্যাপারে বেশ সতর্ক দক্ষিণ আফ্রিকা

দ্য রিপোর্ট প্রতিবেদক:চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত বেশ দুর্দান্ত খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রানের জয়ের পর অস্ট্রেলিয়াকেও হারিয়েছে তারা। টানা দুই জয় পাওয়া টেম্বা বাভুমার দল আজ মাঠে নামবে র‍্যাঙ্কিংয়ের ১৪ নম্বর দল নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচদের বিপক্ষে এ ম্যাচটি মোটেও হালকা ভাবে নিচ্ছে না চারবারের সেমিফাইনালিস্টরা।

নেদারল্যান্ডসের বিপক্ষে আজকের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বাভুমা বলেন, "আমরা অবশ্যই ওদের হালকাভাবে নেব না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচ খেলেছিলাম আমরা, এবারেরটা দীর্ঘ পরিসরের ৫০ ওভারের ম্যাচ। ভিন্ন সংস্করণ, নিজেদের দক্ষতা দেখানোর প্রক্রিয়াটাও ভিন্ন। এখানে নিজের দক্ষতা দেখানোর লম্বা সময় পাওয়া যায়। বিষয়টি মাথায় রাখতে হবে সবাইকে।"

এদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জমজমাট একটি ম্যাচের প্রত্যাশা করেছেন ডাচ কোচ রায়ান কুক। তিনি বলেন, "৫০ ওভারের ক্রিকেটটাই তো আমরা বেশি খেলি। ৫০ ওভারের ক্রিকেটে কতটা সফল হতে কতটা ধারাবাহিক হতে হয়, সেটিও জানা। আমরা এটাও জানি, আগামীকাল (আজ) যদি লম্বা সময় ধরে ভালো ক্রিকেট খেলতে পারি, তবে ম্যাচটা জমবে।"

রঙিন পোশাকের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে গত বছর ডাচদের কাছে হারলেও ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে আছে প্রোটিয়ারা। এখন পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা সাত ম্যাচের ছয়টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া কমলা জার্সির বিপক্ষে সবশেষ খেলা দুই ম্যাচেও জয় আছে প্রোটয়াদের।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর