thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ডিসেম্বরের ম‌ধ্যে নতুন সূর্য উঠবে:  দুদু

২০২৩ অক্টোবর ১৭ ১৮:০৩:৫৬
ডিসেম্বরের ম‌ধ্যে নতুন সূর্য উঠবে:  দুদু

দ্য রিপোর্ট প্রতিবেদক:বর্তমান সরকারের পতন হয়ে এই বছরেরই ডিসেম্বরের ম‌ধ্যে নতুন সূর্য উঠবে বাংলাদেশে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শাপলা চত্বর নিয়ে মন্তব্যের জেরে ওবায়দুল কাদেরকে এখনই গ্রেফতার করা উচিত বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ৯০’র ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণ এবং ৯০ থেকে বর্তমান প্রেক্ষাপট শীর্ষক’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘বিরোধী দলের আন্দোলনে সরকারের পাগলপ্রায় অবস্থা। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তৃতা শুনলেই বুঝতে পারবেন তার মাথার অবস্থা কী! তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা কী! তিনি (ওবায়দুল কা‌দের) গতকাল যে কথা বলেছেন- শাপলা চত্বরের চেয়ে ভয়ংকর পরিস্থিতি হবে বিরোধী দলের, এই কথা থেকে জানতে কী বাকি আছে তারা কী ধরনের, কী চরিত্রের? ওবায়দুল কাদেরের এই কথার কারণে তাকে এখনই গ্রেফতার করা উচিত।’

তিনি বলেন, ‘স্বৈরাচার এরশাদের পতন কিভাবে হয়েছে দেশের জনগণ দেখেছে, তারাও (আওয়ামী লীগ) দেখেছে। এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই। এই অক্টোবর মাস এখনো শেষ হয়নি; মাঝামাঝি। দেশের জনগণ মনে করে এই মাসের মধ্যে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করাতে আমরা সক্ষম হব। পার্লামেন্ট ভেঙে দেয়া হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করা হ‌বে।’

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কী বলে? কে নির্বাচনে এলো বা না এলো তা দেখার বিষয় নয়। মগের মুল্লুক পাইছেন? আমাদের টাকায় জনগণের টাকায় চলাফেরা করেন গাড়িতে উঠেন, বাসা ভাড়া দেন, আর কে এলো আর না এলো মানে?’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, “সব কিছুরই একটা শেষ আছে। এই সরকারেরও শেষ আছে। এই বছরের অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের ম‌ধ্যে নতুন সূর্য উঠবে বাংলাদেশে। নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান হ‌চ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ যারা জেলখানায় আছে সবাইকে বাহির করে নিয়ে আসা হবে। গণতন্ত্রের বাংলাদেশ হবে, ‘স্বাধীন’ বাংলাদেশ হবে।”

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর