thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

যুদ্ধের মধ্যেই  ইসরায়েলে  বাইডেন

২০২৩ অক্টোবর ১৮ ১৭:০০:৪৪
যুদ্ধের মধ্যেই  ইসরায়েলে  বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক:ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ হামলার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েছে ইসরায়েল। এমন অবস্থার মধ্য বুধবার স্থানীয় সময় সকাল এগারোটার দিকে তেল আবিবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, এটি জো বাইডেনের জন্য সবচেয়ে জটিল কূটনৈতিক সফরের একটি হতে চলেছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রতি সংহতি জানাতেই বাইডেন তেল আবিব সফর করছেন। তবে মঙ্গলবার রাতে গাজায় হাসপাতালে হামলার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েছে ইসরায়েল। এ বিষয় নিয়ে বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রস্থল আল-আহলিল আরব হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। আহতদের অবস্থা গুরতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার বহু বাসিন্দা ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া আগে থেকেই সেখানে ভর্তি ছিলেন আহত শত শত রোগী। হামলায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। বাইডেন ইসরায়েলের পর জর্ডান সফর করতে চেয়েছিলেন। সেখানে জর্ডান, মিশর ও ফিলিস্তিনের মাহমুদ আব্বাস প্রশাসনের সঙ্গে বাইডেনের বৈঠকের কথা ছিল। তবে ইসরায়েল হাসপাতালে হামলা চালানোর পর সেই বৈঠক বাতিল করে দেন আরব নেতারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর