thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ভারতের বিপক্ষে যেমন হবে বাংলাদেশ একাদশ

২০২৩ অক্টোবর ১৮ ১৭:০৩:৩১
ভারতের বিপক্ষে যেমন হবে বাংলাদেশ একাদশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামীকাল বিশ্বকাপে নিজেদের তিন নম্বর ম্যাচে পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েন্স স্টেডিয়ামে দুপুর আড়াইটায় বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে সাকিব খেলবেন কি খেলবেন না, সেটা নিয়ে আছে প্রশ্ন। বিশ্বকাপে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৪ দেখায় ৩ জয় তাদের আর একবার শেষ হাসি হেসেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ! সবার আগে চোখ রাখা যাক ওপেনিংয়ে। জুনিয়র তামিম এখন পর্যন্ত পারেননি নিজের প্রতিভার প্রমাণ করতে। টানা তিন ম্যাচে ব্যর্থতার পর চতুর্থ ম্যাচে তাকে সুযোগ দেবে সেই সম্ভাবনাটা আপাতত কমই বলা চলে। সেক্ষেত্রে যদি বাদ পড়েন তিনি, তবে একাদশে ওপেনারের দায়িত্বে ফিরবেন মেহেদী হাসান মিরাজ। লিটন কুমার দাস এর সঙ্গে তখন ওপেনিং করতে দেখা যেতে পারে তাকে।

মিরাজ যদি ওপেন করেন, তবে তিন নম্বর পজিশনে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। ৪ নাম্বার পজিশনে ফিরবেন সাকিব, যা দলের জন্য স্বস্তি। ৫ নম্বর পজিশনে তখন ব্যাটিং করতে দেখা যাবে তৌহিদ হৃদয় কে। ৬ নম্বরে একাদশে জায়গা নিশ্চিত মুশফিকুর রহিমের। সাইলেন্ট কিলার রিয়াদ ব্যাট করবেন ৭ নাম্বারে।

প্রশ্ন এখন ৮ নাম্বার কে ঘিরে। যেহেতু বাদ পড়তে পারেন তামিম, সেক্ষেত্রে এখানে নেয়া হতে পারে বাড়তি একজন স্পিনার। সেই তালিকায় এগিয়ে থাকবেন মাহাদি ও নাসুম, শেষ পর্যন্ত হয়ত দেখা যাবে নাসুম আহমেদ কে।

বাংলাদেশের ফাস্ট বোলিং নিয়েও আছে চিন্তার জায়গা! বিশ্বকাপের শুরুতে যাদের ভাবা হচ্ছিল বিশ্বসেরা তারা বিশ্বকাপে এসে ল হয়ে গেছেন একেবারেই সাদামাটা। তাসকিন আহমেদ পারছেন না প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে। এই ম্যাচে যদি বসিয়ে দেয়া হয় তাকে, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না।

সেক্ষেত্রে দলে ফেরার সম্ভাবনা রয়েছে তানজিম সাকিবের। যিনি সব শেষ এশিয়া কাপে ভারতের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত পারফরম্যান্স। যদি তাসকিনের বদলে একাদশে সুযোগ পান তিনি, তবে বাকি দুজন ফাস্ট বোলার হবেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর