thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

হাসপাতালের বিস্ফোরণটি ইসরায়েল নয়, অন্য কেও করেছে:  বাইডেন

২০২৩ অক্টোবর ১৮ ১৮:৪৭:৪২
হাসপাতালের বিস্ফোরণটি ইসরায়েল নয়, অন্য কেও করেছে:  বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক:গাজার আল-আহলি হাসপাতালের বিস্ফোরণটি ইসরায়েল নয়, গাজার অন্য সন্ত্রাসী গোষ্ঠী করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে এই হামলা অন্য দল করেছে বলে আমারা মনে হচ্ছে, ইসরায়েল নয়। বুধবার ইসরায়েলের তেল আবিবে পৌঁছানোর কয়েক মিনিট পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সাথে নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাইডেন। তেল আবিবে পৌঁছানোর পর হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি নিজের সমর্থনও প্রকাশ করেন তিনি। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বক্তব্য শুরু করেন জো বাইডেন। তিনি বলেন, আমি একেবারে সাধারণ একটি কারণে আজ এখানে উপস্থিত হতে চেয়েছিলাম। আমি চাই ইসরায়েলের জনগণ এবং বিশ্বের মানুষ জানুক যে, যুক্তরাষ্ট্র কার পাশে দাঁড়িয়েছে...আমি ব্যক্তিগতভাবে এখানে এসে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসী গোষ্ঠী হামাস ৩১ আমেরিকানসহ ১ হাজার ৩০০ মানুষকে হত্যা করেছে। এটা কোনো অতিশয়োক্তি নয়, কেবল হত্যা। তারা শিশুসহ অসংখ্য মানুষকে জিম্মি করেছে। তারা এমন খারাপ এবং নৃশংস কাজ করেছে, যা আইএসের সাথে কিছুটা মিলে যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, আমেরিকানরা আপনাদের সাথে শোক পালন করছে, তারা সত্যিই শোকাহত। আমেরিকানরা চিন্তিত...কারণ তারা জানেন, আপনাকে যা করতে হবে সেটা সহজ হবে না। ফিলিস্তিনের সব জনগণের প্রতিনিধিত্ব করে না হামাস উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাস ফিলিস্তিনিদের জন্য কেবল ভোগান্তি এনেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্ব তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো ইসরায়েলের একটি মানদণ্ড রয়েছে। আমরা কী করতে যাচ্ছি তা তারা দেখতে চাইছে। এ সময় নেতানিয়াহুকে বাইডেন বলেন, ইসরায়েলে আপনার পাশে আসতে পেরে আমি খুশি। ইসরায়েলে সফরের জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, যুদ্ধের সময় একজন মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম ইসরায়েল সফর। আপনার মতো একজন সত্যিকারের বন্ধু থাকার চেয়ে কেবল একটি জিনিসই ভালো, আর সেটি হলো- আপনি ইসরায়েলে দাঁড়িয়ে আছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর