thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

কোহলির সেঞ্চুরিতে হার বাংলাদেশের

২০২৩ অক্টোবর ২০ ০১:১৬:০৯
কোহলির সেঞ্চুরিতে হার বাংলাদেশের

দ্য রিপোর্ট প্রতিবেদক:২৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভিরাট কোহলির সেঞ্চুরিতে হেরেছে বাংলাদেশ। কোহলির হার না মানা সেঞ্চুরিতে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। ৯৭ বলে ১০৩ রান করে অপরাজিত ছিলেন ভিরাট কোহলি। এছড়া শুভমান গিল ৫৩ আর রোহিত শর্মা ৪৮ রান সংগ্রহ করেছেন।

এর আগে টস জিতে ভারতের বিপক্ষে ব্যাটিং বেছে নেয় সাকিব আল হাসানের পরবর্তী আজকের ম্যাচের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আর তাসকিন নেই আজকের একাদশে। তাদের পরিবর্তে দলে আসে নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

ব্যাটিং করতে নেমে আজ দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। ওপেনিং করতে নামা তানজিদ তামিম আর লিটন দাস আজ দারুণ শুরু এনে দেন। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৯৩ রানের জুটি গড়া ওপেনিং জুটি ভাঙে তানজিদ তামিমের আউটে।

ক্যারিয়ার আর বিশ্বকাপের প্রথম ফিফটি পান। ৪৩ বলে ৫১ রান করে আউট হন তামিম। অধিনায়ক শান্ত ব্যাট হাতে ব্যর্থ। ৮ রান করে তিনি ফিরেছেন সাজঘরে। আর লিটন দাস আউট হয়েছেন ৬৬ রান করে।

আর শেষদিকে মাহমুদউল্লাহর ৩৬ বলে ৪৫ আর মুশফিকের ৪৬ বলে ৩৮ রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৫৬ রান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর