thereport24.com
ঢাকা, রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১,  ২৩ জিলহজ ১৪৪৫

হারের জন্য ব্যাটিংকে দায়ী করলেন শান্ত

২০২৩ অক্টোবর ২০ ১৩:০৭:১৭
হারের জন্য ব্যাটিংকে দায়ী করলেন শান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিশ্বকাপে প্রথম ম্যাচে জেতার পর টানা তিন ম্যাচে হারলো বাংলাদেশ। পুনেতে লাল-সবুজের দলকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল।

ভারতের বিপক্ষে ম্যাচে টাইগারদের একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে এদিন প্রথমে ব্যাটিং নেয়ার পর উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ তামিম। এরপর আবার ব্যাটিং বিপর্যয়। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪৬ রানের সুবাদে বাংলাদেশ পায় ২৫৬ রানের সংগ্রহ।

বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে অধিনায়ক রোহিত এবং শুভমান মিলে উড়ন্ত শুরু এনে দেন ভারতকে। এরপর বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেট আর ৫১ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত।

টুর্নামেন্টে টানা তৃতীয় পরাজয়ের পর অধিনায়ক শান্ত বলেন, "ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ, ওরা কি করতে পারে তা আজও দেখিয়ে দিয়েছে।’ এরপর শান্ত বলেন, ‘আমরা আমাদের সেরা খেলাটা আজ খেলতে পারিনি। আশা করি ভবিষ্যতে আমরা ভালো খেলবো।"

আজকের হার নিয়ে তিনি বলেন, "তানজিদ তামিম খুব ভালো খেলেছে, বোলাররাও ভালো করেছে, সমস্যা হলো আমরা ব্যাট হাতে ভালো ফিনিশিং করতে পারিনি। লিটন আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে ভালো হতো। আর ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নেয়া প্রয়োজন।"

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর