thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

রাসেল দিবসে বেরোবিতে ‘কোকো’ গাছ রোপন

২০২৩ অক্টোবর ২০ ১৯:১৪:৩১
রাসেল দিবসে বেরোবিতে ‘কোকো’ গাছ রোপন

দ্য রিপোর্ট প্রতি‌বেদকঃ বেরোবি ।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করেন। এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে শেখ রাসেল চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ নিজ হাতে কোকো নামের একটি ফল গাছ রোপণ করেন।

রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে শেখ রাসেল দিবস-২৩ উদযাপন উপলক্ষে গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক কর্মসূচি নির্ধারণ করা হয়। ১৮ অক্টোবর তারিখে শেখ রাসেল দিবস উপলক্ষে শোভাযাত্রা, শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কেক কাটা, বৃক্ষরোপণ চিত্রাংকন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শেখ রাসেলের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে ওই কোকো ফল গাছটিও রোপণ করেন উপাচার্য।


তবে শেখ রাসেল দিবসে বেগম খালেদা জিয়া কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর নামের সঙ্গে মিল রেখে গাছ লাগানোতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

তাদের মতে, কোকো গাছ না লাগিয়ে অন্য কোনো গাছও লাগানো যেত। ৩৬ হাজার বৃক্ষের জাদুঘরে এরকম একটা বিশেষ দিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন অনাকাঙ্ক্ষিত কাজ দুঃখজনক। এটা উপাচার্যের ঘনিষ্ঠ সহযোগী বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তাদের কাজ বলেও মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি বলেন, স্বাধীনতা স্মারকের একটি তেঁতুল গাছ ছিল। সেটা কোনো কারণ ছাড়াই কেটে ফেলে। আবার শেখ রাসেলের জন্মদিনে এ ধরনের গাছ লাগিয়ে বিএনপিপন্থীরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। উনাদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আসে।

এ বিষয়ে অনুষ্ঠানের আহ্বায়ক কমিটি প্রধান গণিত বিভাগের শিক্ষক কমলেশ চন্দ্র রায় বলেন, গাছটির নাম এখনো ঠিক করা হয়নি। আমরা গাছের নাম দিব। বৈজ্ঞানিক নাম বের করে তারপর নেমপ্লেট দেওয়া হবে।

এএইচ/এসকে/দ্য রিপোর্ট টুয়েন্টি ফোর ডট কম।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর