thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

প্রোটিয়াদের বিপক্ষে ২২৯ রানের হেরেছে ইংল্যান্ড

২০২৩ অক্টোবর ২২ ১২:৫৩:৩৬
প্রোটিয়াদের বিপক্ষে ২২৯ রানের হেরেছে ইংল্যান্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক:৪০০ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭০ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। আর এতে করে ২২৯ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে তারা। এই নিয়ে টানা ৩ ম্যাচে হেরেছে ইংল্যান্ড।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় ইংলিশ অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করতে নেমে হেনরিখ ক্লাসনের বিধ্বংসী শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রানের বড় পুঁজি পেয়েছে এইডেন মার্করামের দল।

ব্যাটিং করতে নেমে ইংলিশ বোলারদের দেখে শুনে খেলে ফিফটি পূর্ণ করে হেনড্রিকস। ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধ শতক তুলে নেন হেনড্রিকস। অবশ্য ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি ডুসেন। আদিল রশিদের বলে জনি বেয়ারস্টোর তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ৬০ রান করেন এ ব্যাটার।

পরে বাইশ গজে আসেন প্রোটিয়া দলপতি এইডেন মার্করাম। তার সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন রেজা। ম্যাচের ২৬তম ওভারে আদিল রশিদের বলে বোল্ড হন রেজা। আউট হওয়ার আগে ৮৫ রান করেন এ ওপেনার।

ষষ্ট উইকেটে ব্যাটে আসেন মার্কো জানসেন। তাকে সঙ্গে নিয়ে ইংলিশ বোলারদের ওপর তান্ডব চালাতে থাকে ক্লাসেন। দ্রুত রান তুলতে থাকা এই ব্যাটার শতক তুলেনেন ৬১ বলে। এর মধ্যে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্রুত শতক করার তালিকায় ষষ্ট স্থানে নিজের জায়গা করে নেন ক্লাসেন। এদিকে ক্লাসনের শতকের পর ইংলিশ বোলারদের ওপর চড়া হতে থাকেন জানসেন। চার-ছয়ের তান্ডবে ৩৫ বলে নিজের অর্ধশতক তুলে নেন তিনি।

তবে দলীয় ৩৯৪ রানে ক্লাসেন আউট হলে ভাঙে ১৫১ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ১০৯ করেন তিনি। শেষ পর্যন্ত ৭৫ রানে অপরাজিত থাকেন মার্কো জানসেন। এতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে প্রোটিয়াদের ইনিংস থামে ৩৯৯ রানে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর