thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ইউক্রেনের খারকিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬ 

২০২৩ অক্টোবর ২২ ১২:৫৫:১৭
ইউক্রেনের খারকিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬ 

দ্য রিপোর্ট ডেস্ক:ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় কর্মকর্তার বরাতে দ্য গার্ডিয়ান রোববার এ তথ্য জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা গেছে, এ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ইউক্রেনীয় পোস্টাল অপারেটর নোভা পোশতার লোগোসহ একটি পাত্র দেখা গেছে।

এসময় তিনি ভিডিও বার্তায়, ইউক্রেনের মিত্রদের 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে' ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ বলেন, সন্ত্রাসীদের হামলায় ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। তারা সবাই নোভা পোশতা টার্মিনালের ভেতরে থাকা কর্মচারী।

তিনি বলেন, রাশিয়ানরা খারকিভের শান্তিপূর্ণ জনগণের ওপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর