thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়কসহ আটক ১২

২০২৩ অক্টোবর ২৩ ১১:৫৬:৪১
মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়কসহ আটক ১২

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে তাঁদের আটক করা হয়। আটকের পর ইউনুস মৃধাকে রামপুরা থানায় রাখা হয়। গতকাল রাত সোয়া ১১টায় তাঁর খিলগাঁওয়ের বাসভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, অন্য ১১ নেতাকর্মীকে গুলশান থানায় রাখা হয়েছে। তাঁদের নতুনবাজার এলাকা থেকে আটক করা হয়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর ইসলাম বলেন, ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে নতুনবাজার এলাকায় তাঁরা গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আজ সোমবার আটক নেতাকর্মীদের আদালতে তোলার কথা রয়েছে

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর