thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

গাজীপুরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

২০২৩ অক্টোবর ২৩ ১২:০৬:৩১
গাজীপুরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকেরা।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে স্থানীয় লগোজ অ্যাপারেল লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ শুরু করে।

পুলিশ, পোশাক কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, তেলিরচালা এলাকায় লগোজ অ্যাপারেল লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর