thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

যুদ্ধবিরতির জন্য হামাসকে যে শর্ত জুড়ে দিয়েছেন বাইডেন

২০২৩ অক্টোবর ২৪ ১৩:৫০:১৩
যুদ্ধবিরতির জন্য হামাসকে যে শর্ত জুড়ে দিয়েছেন বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক:যুদ্ধবিরতির জন্য হামাসকে শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, হামাস যদি তাদের হাতে থাকা জিম্মিদের মুক্ত করে, তবেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির হতে পারে।

আজ সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ‘প্রথমে (হামাসকে) সব জিম্মিদের মুক্তি দিতে হবে, তারপর যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠতে পারে।

এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু বলেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চলায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। হামাসের ওই হামলার পর সেদিনই গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর