thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

দালাই লামার সাথে সাক্ষাত নিউজিল্যান্ড টিমের

২০২৩ অক্টোবর ২৬ ০৩:৫৮:৪০
দালাই লামার সাথে সাক্ষাত নিউজিল্যান্ড টিমের

দ্য রিপোর্ট প্রতিবেদক:তিব্বতের আধ্যাতিক গুরু দালাই লামার সাথে ধর্মশালায় ম্যাকলিওড গঞ্জে তার বাসভবনে দেখা করেছে বিশ্বকাপে খেলতে আসা নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ভারতের বিপক্ষে ধর্মশালায় রোববারের ম্যাচে পরাজিত হবার পর নিউজল্যান্ডের পরবর্তী ম্যাচ আগামী ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই একই মাঠে। কিউই দলের অধিনায়ক টম লাথামের নেতৃত্বে নিউজিল্যান্ড দল দালাই লামার সাথে সাক্ষাত করেন। এ সময় দালাই লামা কিউই খেলোয়াড়দের সাথে বেশ কিছুক্ষন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।

দালাই লামার সাথে সাক্ষাতের একটি ছবি নিউজিল্যান্ড ক্রিকেট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। এসময় সব খেলোয়াড়কে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। কিছু খেলোয়াড়ের সাথে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৪ ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। ফলে ৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার সাথে নেট রান রেটে পিছিয়ে থেকে তিন নম্বরে আছে কিউইরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর