thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

"আমরা কি কোথাও দাওয়াত খেতেও যেতে পারব না?"

২০২৩ অক্টোবর ২৬ ১৩:৪৭:২১

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সৈয়দ আলতাফ হোসেনের রাজধানীর গুলশানের বাড়িতে রাজনীতিবিদ ও কূটনীতিকদের এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ওই নৈশভোজে মার্কিন রাষ্ট্রদূত, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও বিএনপির একাধিক নেতা অংশ নেন। যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, বৈঠকে রাজনৈতিক কোনো আলাপ-আলোচনা হয়নি।

জানা গেছে, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সম্মানে আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের তালিকা ছিলেন আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু। এছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান, বিএনপি সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ। এর বাইরেও আওয়ামী লীগ ও বিএনপির একাধিক রাজনীতিবিদ নৈশভোজে অংশ নিয়েছেন বলেও জানা গেছে।

নৈশভোজে মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ড প্রমুখ। বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা কি কোথাও দাওয়াত খেতেও যেতে পারব না? ব্যবসায়ী দাওয়াত দিয়েছেন, সেখানে নৈশভোজে অংশ নিয়েছি। গয়েশ্বরের দাবি, নৈশভোজে রাজনৈতিক কোনো আলাপ-আলোচনা হয়নি। এটা সাধারণ একটা অনুষ্ঠান ছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর