thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

সমর্থকদের দুয়ো শুনলেন সাকিব

২০২৩ অক্টোবর ২৬ ১৪:৩৯:১৪
সমর্থকদের দুয়ো শুনলেন সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে লাল-সবুজ জার্সিতে কুড়িয়েছেন নানান খ্যাতি, গড়েছেন রেকর্ডের রেকর্ড, বরাবরই বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে করছেন রাজত্ব। বাইশ গজের বাইরেও ‘হট ফিগার’ দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।

তবে দেশের মাটিতে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি সাকিব। নানান সময়ে নানান বিতর্কে জড়ালেও কখনোই পড়েননি সমর্থকদের রোষানলে। এবার বিশ্বকাপের মাঝেই দেশের ফিরে অনুশীলন শেষে সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার সময়ে সেখানে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন দেশসেরা এ অলরাউন্ডার। এ সময় উপস্থিত সমর্থকরা সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেয়। একটি ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থান ত্যাগ করছেন টাইগার দলপতি।এদিকে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর এখন কলকাতায় বাংলাদেশ দল। আর সাকিব ধরেন দেশের পথ। বিশ্বকাপে নিজের বাজে পারফরম্যান্স খরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ছুটে এসেছিলেন সাকিব। বুধবার সেখানে অনুশীলনের পর বৃহস্পতিবার সকালেও অনুশীলন করেন।

এদিন সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই-বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে মিরপুর ত্যাগ করেছেন সাকিব।এ সময় সাকিবের সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। তবে তারা কেউই গণমাধ্যমের সামনে আসেননি। জানা গেছে, বিকেল ৪টার ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়তে পারেন সাকিব। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে মাত্র ৪৫ রান করেছেন সাকিব। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে বল হাতে ওভার প্রতি ৫ দশমিক ৫৪ গড়ে সাকিবের শিকার মোটের ওপর ৬ উইকেট। এর মধ্যে আফগানদের বিপক্ষে ৩০ রান খরচায় ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। এ ছাড়া চোটের কারণে খেলেনি ভারতের বিপক্ষে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর