thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

পয়েন্ট টেবিলে উপড়ে উঠলো বাংলাদেশ

২০২৩ অক্টোবর ২৭ ০৯:৫৩:১৪
পয়েন্ট টেবিলে উপড়ে উঠলো বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:চলতি বিশ্বকাপে সব দলই পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র স্বাগতিক ভারত ছাড়া সব দলই পরাজয়ের স্বাদ পেয়েছে।

এদিকে নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে নেমে গিয়েছিল সাকিব বাহিনী। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে ডাচদের বড় পরাজয়ে পয়েন্ট টেবিলের সুসংবাদ পেয়েছিল লাল-সবুজেরা। এবার লঙ্কানদের সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ধাক্কায় আবারও পয়েন্ট টেবিলে লাফ দিয়েছে সাকিব বাহিনী।

ইংলিশদের হারের পর পয়েন্ট টেবিলে আটে উঠে এসেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে এক জয়ে সাকিব আল হাসানের দলের পয়েন্ট দুই।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৩ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ দশমিক ৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। এই জয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল তারা। আর চার ম্যাচ হেরে পয়েন্ট তালিকার ৯ নম্বরে নেমে গেছে জস বাটলারের দল। দশে থাকা ডাচদের রান রেট মাইনাস ১ দশমিক ৯০২। অন্যদিকে মাইনাস ১ দশমিক ২৫৩ নেট রান রেট নিয়ে আটে রয়েছে টাইগাররা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর