thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব 

২০২৩ অক্টোবর ২৭ ০৯:৫৬:২৯
দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিশ্বকাপের মাঝে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। তবে দু’দিনের অনুশীলন শেষে পুনরায় দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিতে রাতে কলকাতার বিমান ধরেন সাকিব।

শনিবার ২৮ (অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। এই ম্যাচকে সামনে রেখে বুধবার ভারতের ‘সিটি অব জয়’ এ পৌঁছেছে টানা ৪ ম্যাচে জয়হীন থাকা বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পরাজয়ের পর দলের সকল স্টাফরা যখন মুম্বাই থেকে কোলকাতার বিমানে চড়েছেন, তখন ঢাকার বিমান ধরেছিলেন সাকিব।

ঢাকায় পৌঁছে সাকিব মিরপুরে বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) এর কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে বুধবার ও বৃহস্পতিবার কাজ করেছেন ব্যাটিং নিয়ে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে ৫৬ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। যেখানে এক ম্যাচেই করেছেন ৪০ রান। এদিকে বল হাতে ৫ দশমিক ৫৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন সাকিব। দলের সেরা ক্রিকেটার ও অধিনায়ক রান না পাওয়ায় বাংলাদেশও চিন্তিত। এবার ছন্দে ফিরতে পারলে লাভ হবে সাকিবের, লাভটা বাংলাদেশেরও।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর