thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

২০২৩ অক্টোবর ২৮ ১৪:১১:৫৫
রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল কার্যত বন্ধ।

শনিবার (২৮ অক্টোবর) ঢাকা-নারায়নগঞ্জ, ঢাকা-মাওয়া-কেরানিগজ্ঞ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও চট্টগ্রাম রুটে এ চিত্র দেখা যাচ্ছে।

শহরতলীর বাসও রাস্তায় খুব একটা দেখা যাচ্ছে না। মহাসড়ক গুলো ফাঁকা। পুলিশের তল্লাশি চৌকিতে উপযুক্ত কারণ দেখিয়ে মাঝে মধ্যে দুই একটি অটোরিকশা ও প্রাইভেটকার নগরীতে প্রবেশের অনুমতি পাচ্ছে।

সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার শঙ্কায় মালিক শ্রমিকরা বাস বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরুর কথা জানান তিনি। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।দ্য রিপোর্ট প্রতিবেদক:

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর