thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

টাইগারদের আজকের প্রতিপক্ষ  নেদারল্যান্ডস

২০২৩ অক্টোবর ২৮ ১৪:১৪:০৯
টাইগারদের আজকের প্রতিপক্ষ  নেদারল্যান্ডস

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ হেরেছে টানা চারটিতে। টানা হারের চক্রে আটকে যাওয়া টাইগারদের দিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের কলকাতা পর্ব। লাল-সবুজ দলের জয়ে ফেরার এ লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ইডেন গার্ডেন্সে দুই দলের খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে হারায় সাকিবদের বাকি ম্যাচ গুলো জিতলেও নিশ্চয়তা নেই সেমিতে পা রাখার। তাকিয়ে থাকতে হবে অন্যদলগুলোর জয়-পরাজয় এবং নেট রান রেটের দিকে।

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ বর্তমানে ৮ নম্বরে। যদিও টাইগারদের বিশ্বকাপ এখনই শেষ হয়ে গেছে এমনটা মনে করছেন না তাসকিন। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এখনো শেষ হয়ে যায়নি। এখনো চার ম্যাচ বাকি। আমরা যদি এ ম্যাচগুলো জিতি, তবে যেকোনো কিছু হতে পারে। কারণ তখন নিট রান রেট একটা ইস্যু হবে। কাজেই আমরা যদি চারটি ম্যাচ জিতি, তখন ভিন্ন একটি গল্প হবে। যদিও এ মুহূর্তে আমরা ম্যাচ-বাই-ম্যাচ এগোতে চাই।"

এদিকে এবারের বিশ্বকাপে দ্বিতীয় অঘটনের জন্মই দিয়েছিল নেদারল্যান্ডস, ডাচরা হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। টাইগারদের মত তাদেরও আসরে একটি মাত্র জয়।

গতকাল সংবাদ সম্মেলনে ডাচ অধিনায়ক বলেন, "আমরা বেশি দর্শকের সামনে খেলতে পছন্দ করি। দলের সবাই মুখিয়ে আছে ম্যাচটি খেলার জন্য। দর্শক ভারতের কি না বাংলাদেশ থেকে আসছে সেটি বিষয় না। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলি। আমরা দর্শকদের ভাল পারফরম্যান্স উপহার দিতে চাই।"

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর