thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

জামিন নামঞ্জুর, কারাগারে মির্জা ফখরুল

২০২৩ অক্টোবর ৩০ ০০:০৮:৩৪
জামিন নামঞ্জুর, কারাগারে মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রাত ৯টা ৫৪ মিনিটে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ন কবীর খান তাকে আদালতে হাজির করেকারাগারে আটক রাখার আবেদনকরেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার আইনজীবী মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, মোসলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী, হোসেন আলী খান হাসান জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, রাত ৮টা ১০ মিনিটে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়নি। উল্লেখ্য, রোববার সকালে গুলশানের নিজ বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর