thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে অদ্ভুত জবাব মিরাজের 

২০২৩ নভেম্বর ০১ ১১:৩৮:৩৪
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে অদ্ভুত জবাব মিরাজের 

দ্য রিপোর্ট ডেস্ক:পাকিস্তানের বিপক্ষে হারের পর এদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের এই অলরাউন্ডার জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে স্বপ্নের কথা। পাশাপাশি খারাপ লাগার কথাও, "চ্যাম্পিয়ন্স ট্রফি যদি না খেলতে পারি তাহলে আমাদের সবার জন্যই খারাপ লাগবে। আমাদের বলেন বা আপনাদের (সাংবাদিকদের)! কারণ আপনারাও তো আমাদের মত কভার করতে পারবেন না...।"

২০২৩ সালের শুরুটা ছিল স্বপ্নের মতো। তবে বিশ্বকাপে এসে বদলে গিয়েছে সবকিছু। মিরাজ অবশ্য এ জন্য পারফরম্যান্সের সঙ্গে ভাগ্যকেও দুষছেন, "দিন শেষে আমাদের ভাগ্যটাও কাজ করছে না... আমরা চেষ্টা করছি, কেউ তো খারাপ খেলার চেষ্টা করছে না... দিন শেষে সবাই চেষ্টা করছে, ভাগ্য সহায় হচ্ছে না।"

মিরাজ আরও বলেন, "ব্যাটাররা শট খেললেই হাতে চলে যাচ্ছে, এরকম তো কখনওই হয়নি। শেষ ৩ বছরে ওয়ানডে আমরা খেলেছি, আমার মনে হয় ভাগ্য কম কাজ করছে। আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াব। এরকম কখনই হয়নি, আমাদের ভাগ্য সহায় হচ্ছে না। আমরা অনুশীলন করছি, পরিকল্পনা করছি। ভাগ্য থাকা লাগবে, তা না হলে সম্ভব না। আল্লাহ'র রহমত থাকা লাগবে। এমন বেশীদিন যাবে না, আমরা ঘুরে দাঁড়াব।"

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর