thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

নাশকতায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে: আইজিপি

২০২৩ নভেম্বর ০১ ১৭:৫৪:১৫
নাশকতায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে: আইজিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির-জামায়াতের সমাবেশ ও অবরোধের সময় পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন দেওয়াসহ নাশকতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ অক্টোবরে বিএনপির হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশের উপর হামলা, জালাও-পোড়াওয়ের ঘটনার যারা জড়িত, তাদেরকের গ্রেফতার করা হচ্ছে। আরো যারা আছে তাদেরকেও গ্রেফতার করা হবে।

এদিকে জো বাইডেনের কথিত উপদেষ্টা পরিচয় দিয়ে বিএনপির পক্ষে সওয়াল গাওয়া মিয়া আরেফির ঘটনার জড়িতরা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, 'সাবেক সেনা কর্মকর্তা ও কথিত জো বাইডেনের উপদেষ্টা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে যুক্ত কি না তদন্ত চলছে।'

শনিবার সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ আয়োজন করে বিএনপি ও জামায়াতে ইসলামী। কিন্তু সমাবেশ শুরুর আগেই সহিংসতায় জড়িয়ে পড়ে দলটির নেতা-কর্মীরা।

প্রকাশ্য রাজপথে পিটিয়ে হত্যা করা এক পুলিশ সদস্যকে। আগুন দেওয়া হয় অর্ধশতাধিক গাড়িতে। বিএনপির নেতা-কর্মীদের হামলায় ২৮ সাংবাদিক ও ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানোর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়। আগুন দেওয়া হয় পুলিশ হাসপাতালে।

সহিংসতার মধ্যে শনিবার সমাবেশ পণ্ড হয়ে যায়। রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। হরতালের দিন সকাল থেকেই বিভিন্নস্থানে যানবাহনে আগুন দেয়া হয়। এরপর মঙ্গলবার বিএনপি ও জামায়াতের তিনদিনের অবরোধের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেয়া হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর