thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বাউফলে সড়ক অবরোধ ; আগুন জ্বেলে বিক্ষোভ।

২০২৩ নভেম্বর ০১ ১৮:৪৫:২৮
বাউফলে সড়ক অবরোধ ; আগুন জ্বেলে বিক্ষোভ।

দ্য রিপোর্ট প্রতি‌বেদক, বাউফল।

সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে পটুয়াখালীর বাউফলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১নভেম্বর) বেলা ২টার দিকে বাউফল বরিশাল মহাসড়কের বিলবিলাস নামক এলাকায় গাছের গুরি ফেলে সড়ক অবরোধ করে ছাত্রদল। পরবর্তীতে গাছের গুরিতে আগুন জ্বালিয়ে ছাত্রদল নেতা কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়।

সড়ক অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেয় বাউফল পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। এসময় তিনি জানান, 'আমাদের আন্দোলন জনগণের জন্য। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন। মামলা হামলা করে এ আন্দোলন দমানো যাবে না। জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত না করে আমরা ঘরে ফিরবো না।'

প্রসঙ্গত, সম্প্রতি বাউফলে বিএনপির ৮ নেতা-কর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতারকৃত পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়ার ছেলে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ।

এএইচ/এসকে/দ্য রিপোর্ট টুয়েন্টি ফোর ডট কম।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর