thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১,  ২৫ রবিউল আউয়াল 1446

নিউজিল্যান্ডের বিপক্ষে  বোলিং করার সিদ্ধান্ত পাকিস্তানের

২০২৩ নভেম্বর ০৪ ১৪:০৫:২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে  বোলিং করার সিদ্ধান্ত পাকিস্তানের

দ্য রিপোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাঙ্গালুরুতে মুখোমুখি হয়েছে পাকিস্তান। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে আজ একাদশে ফিরেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। অন্যদিকে পাকিস্তান দলে জায়গা হারিয়েছেন স্পিনার উসামা মীর। দুই দলই তাদের একাদশে পরিবর্তন এনেছে।

ইনজুরি আক্রান্ত কিউই শিবিরে এসেছে একাধিক পরিবর্তন। ওপেনার উইল ইয়াং জায়গা হারিয়েছেন। তার সঙ্গে চোটের কারণে একাদশে নেই জিমি নিশাম ও ম্যাট হেনরি। একাদশে ফিরেছেন উইলিয়ামসন, ইশ সোধি ও মার্ক চ্যাপম্যান। পাকিস্তানের একাদশে ফিরেছেন পেসার হাসান আলী।

পাকিস্তান একাদশ-

আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আগা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশ-

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস,মার্ক চ্যাপম্যান, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর