thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

সাপ্তাহিক বাড়ার তালিকার শীর্ষে শমরিতা হসপিটাল

২০২৩ নভেম্বর ০৪ ১৪:৪১:৫২
সাপ্তাহিক বাড়ার তালিকার শীর্ষে শমরিতা হসপিটাল

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর থেকে ২ নভেম্বরর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে শমরিতা হসপিটাল লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৭৬.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০০.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৪.৬০ টাকা বা ৩২.২৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ৩১.৮০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৯.৩৯ শতাংশ, মেঘনা সিমেন্টের ১৮.৮৪ শতাংশ, হাক্কানি পাল্পের ১৫.৫০ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৪.০৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১১.৫৬ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১১.১১ শতাংশ, ওয়াইম্যাক্সের ৯.৯৫ শতাংশ এবং ন্যাষনাল টি’র শেয়ারের দাম ৯.৮৩ শতাংশ বেড়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর