thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

লেনদেনের শীর্ষে  ফু-ওয়াং ফুডস

২০২৩ নভেম্বর ০৪ ১৪:৪৩:০৭
লেনদেনের শীর্ষে  ফু-ওয়াং ফুডস

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে ফু-ওয়াং ফুডস লিমিটেডের ৩ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৩২৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১২৭ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭১ লাখ ৯২ হাজার ৩৯৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৯৮ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৮ লাখ ১৭ হাজার ৫৫৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৯৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা।

এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সি ফুডের ৯১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭৮ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, সমরিতা হাসপাতালের ৬৯ কোটি ২২ লাখ টাকার, সোনালী আঁশের ৬৪ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকার, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৪৬ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৪৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার এবং বিচ হ্যাচারির ৪০ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর