thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে লেনদেন

২০২৩ নভেম্বর ০৫ ২০:১৬:১৮
ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন রোববার (৫ নভেম্বর) সূচকের মিশ্রপ্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়েঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ৭৭পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৩২ পয়েন্ট কমে ২ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ২৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৪০টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৪৭০ কোটি ৫৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৬ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৭১ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া, সিএসসিএক্স ২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১১১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৭২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত আছে ৫২টির। দিন শেষে সিএসইতে ৬ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ১১ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার টাকা।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর