thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর

২০২৩ নভেম্বর ০৯ ১৪:৩৩:৩৬
সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজার ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২০ শতাংশ কনভার্টেবল বন্ডের ১২০ কোটি টাকার ইউনিট সাধারণ শেয়ারে রূপান্তর করা হবে। বন্ডটির ইউনিটগুলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কাছে রয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বুধবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত সি পার্লের পরিচালনা পরিষদের ৮৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে চলতি বছরে গত অক্টোবর মাসে আইসিবি তাদের কাছে থাকা বন্ডের সব ইউনিটকে সাধারণ শেয়ারে রূপান্তরের জন্য সি পার্লের কাছে প্রস্তাব দিয়ে চিঠি পাঠায়। এরপর নভেম্বর মাসে ওই বন্ডের ট্রাস্টি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিও এই বিষয়ে সি পার্লকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে ১২০ কোটি টাকার বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তরের কথা বলা হয়। সেই মোতাবেক বুধবার অনুষ্ঠিত সি পার্লের পর্ষদ বৈঠকে আইসিবির প্রস্তাব বিবেচনায় নিয়ে ১২০ কোটি টাকার বন্ডকে কোম্পানির সাধারণ শেয়ারে রূপান্তর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠেয় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বন্ডকে শেয়ারে রূপান্তর করার প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। শেয়ারহোল্ডাররা সম্মতি দিলে বিষয়টির অনুমোদন চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জানাবে কোম্পানিটি।

অন্যদিকে, ঋণের পরিমাণ ১২০ কোটি টাকা কমে আসবে। তাতে বছরে প্রায় ১২ কোটি টাকা আর্থিক খরচ কমবে বলে কোম্পানিটি উল্লেখ করেছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর