thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

আশুলিয়ার  কারখানাগুলো  অনির্দিষ্টিকালের  জন্য  বন্ধ

২০২৩ নভেম্বর ১০ ১৭:২৯:২২
আশুলিয়ার  কারখানাগুলো  অনির্দিষ্টিকালের  জন্য  বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক:গত ২৩ অক্টোবর থেকে মজুরি বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। এরপর সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করলেও শান্ত না হয়ে উল্টো আবারও আন্দোলনে নামে কয়েকটি কারাখানার শ্রমিকরা। বাধ্য হয়ে আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনে পড়া কারখানাগুলো অনির্দিষ্টিকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

আগামীকাল শনিবার (১১ নভেম্বর) থেকে কারখানার সামনে নোটিশ টানানোর কথা জানিয়েছেন তারা।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে আন্দোলনের মুখে পড়া কারখানাগুলো আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক পক্ষ। এরপরও শ্রমিকরা তাদের দাবির ব্যাপারে অনড়। পোশাকখাতে এই অস্থিরতার দ্রুত অবসান চান স্থানীয় সচেতনরা।

এর আগে, সারা দেশের সব পোশাক কারখানায় নতুন শ্রমিক নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

এছাড়াও যেসব কারখানায় গত কয়েক দিনে ভাঙচুর হয়েছে, কারখানা কর্তৃপক্ষকে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। ভাঙচুরের ছবি, সিসিটিভি ফুটেজের কপি থানায় দেয়ার পাশাপাশি বিজিএমইএকেও দিতে বলেছেন নেতারা।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর