thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

আশুলিয়ায় ১২টি মামলায় সাড়ে তিন হাজার  আসামি 

২০২৩ নভেম্বর ১২ ১৭:১১:৪৩
আশুলিয়ায় ১২টি মামলায় সাড়ে তিন হাজার  আসামি 

দ্য রিপোর্ট প্রতিবেদক:মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে সাভারের আশুলিয়ায় ১২টি মামলায় সাড়ে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১২টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার জনকে। ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখছেন কয়েকজন পোশাক শ্রমিক। আবার অনেকেই বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে গেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে মোট বন্ধ কারখানার সংখ্যা ছিল ১৩০।

এদিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলমের তথ্য মতে, আশুলিয়ায় রোববার ৬০টির মতো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। গত শনিবার (১১ নভেম্বর) শতাধিক কারখানা বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বন্ধ কারখানাগুলো খুলে দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ। পুলিশের পাশাপাশি ডিবি, র‌্যাব ও বিজিবির সদস্যরা তৎপর রয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর