thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

নয় বছর পর উইকেট পেলেন  কোহলি

২০২৩ নভেম্বর ১৩ ০১:১২:৪২
নয় বছর পর উইকেট পেলেন  কোহলি

দ্য রিপোর্ট ডেস্ক:ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। তবে তিনিও মাঝেমাঝে বল হাতে উইকেট নিতে জানেন। ‘কোহলিকে বোলিং দাও, কোহলিকে বোলিং দাও’- গ্যালারি থেকে আসা এমন স্লোগানে ২৩তম ওভারে কোহলির হাতে বল তুলে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

প্রায় নয় বছর পর উইকেট পাওয়ায় দর্শক গ্যালারিতে থাকা তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাকে বেশ হাস্যোজ্জ্বল অবস্থাতেই দেখা গেছে।

বিশ্বকাপে এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও বোলিং করেছিলেন কোহলি। কিন্তু সেবার মাত্র তিন বল করারই সুযোগ পান তিনি। কারণ ইনজুরিতে হার্দিক পান্ডিয়ার করার ওভারের কোটা পূরণ করা দরকার ছিল।

সর্বশেষ তিনি ওয়ানডেতে উইকেট পেয়েছিলেন ২০১৪ সালের ৩১ জানুয়ারি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু আজ নেদারল্যান্ডসের বিপক্ষে কোহলি পুরো ওভার বোলিং তো করেছেনই পেয়েছেন উইকেটের দেখাও। ফলে ওয়ানডেতে কোহলির উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ালো পাঁচে।

ডানহাতি মিডিয়াম পেসে নিজের দ্বিতীয় ওভারে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে শিকার করেন কোহলি। উইকেটরক্ষক লোকেশ রাহুল ক্যাচটি নিতেই উল্লাসে ফেটে পড়েন তিনি। উদযাপনে সামিল ছিলেন কোহলির স্ত্রী আনুশকা শর্মাও। তিনি গ্যালারি থেকেই অভিনন্দন জানান কোহলিকে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর