thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

জামালপুরের সরিষাবাড়ীতে  ট্রেনে আগুন

২০২৩ নভেম্বর ১৯ ০৯:৩৬:৪০
জামালপুরের সরিষাবাড়ীতে  ট্রেনে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক:জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা থেকে তারাকান্দিগামী ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ প্রটেকশনে সরিষাবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, জামালপুরের সরিষাবাড়িতে যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা।

রাত দেড়টায় পুলিশ প্রহরায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

এদিকে, রোববার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর