thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

নাটোরে সাত সকালে বাসে আগুন

২০২৩ নভেম্বর ১৯ ০৯:৫১:১০
নাটোরে সাত সকালে বাসে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক:নাটোরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে ছাই হয়ে গেছে বাসটি। রোববার (১৯ নভেম্বর) ভোরে শহরের ভবানীগন্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত মুক্তি সোনা নামে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশের খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

এদিকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। নির্বাচন কমিশন ঘোষিত আগামী সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখন করে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে বিরোধীদলগুলো। রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর