thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

গণকবর থেকে  মরদেহ তুলে যাচ্ছে  ইসরায়েলি বাহিনী

২০২৩ নভেম্বর ১৯ ০৯:৫৫:৪২
গণকবর থেকে  মরদেহ তুলে যাচ্ছে  ইসরায়েলি বাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক:আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে গণকবর থেকে ইসরায়েলি বাহিনী শতাধিক মরদেহ তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা।

শনিবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

ইসমাইল থাওয়াবতা বলেন, ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালের ভেতর মরদেহ দাফন করতে নিষেধ করেছিল। সেজন্য হাসপাতালে অনেক মরদেহ জমে যায়। তিনি আরও বলেন, কয়েকদিন আগে কর্তৃপক্ষ হাসপাতাল প্রাঙ্গণে গণকবর খুঁড়ে সেগুলো দাফন করতে বাধ্য হয়। তবে শনিবার সকালে ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে এসে গণকবর খুঁড়ে শতাধিক মরদেহ নিয়ে গেছে।

এদিকে ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ, জাতিগত নিধন ও মানবতার বিরুদ্ধে অপরাধ করছে বলে জানিয়েছেন হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্য বাসেম নাইম।

তিনি বলেন, স্কুল, হাসপাতাল, বাড়ি-ঘর ও আশ্রয়কেন্দ্রসহ সর্বত্র বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর