thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশে  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়  অস্ট্রেলিয়া

২০২৩ নভেম্বর ২০ ১৫:৪১:৫৬
বাংলাদেশে  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়  অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। তবে গত কয়েকদিনের সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। আজ সোমবার (২০ নভেম্বর) সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর একথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

হাইকমিশনার বলেন, ‘সরকারও প্রতিশ্রুতিবদ্ধ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা এই বিষয়টিকে স্বাগত জানাই। গত কয়েক দিনের সড়কের সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা সহজ পন্থায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তবে এরজন্য প্রয়োজন ব্যবসার ভালো পরিবেশ। বাংলাদেশে সেই সুযোগ রয়েছে, বিনিয়োগকারীরাই সেই সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর