thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

যত টাকা পেলো বিশ্বচ্যাম্পিয়ন অজিরা

২০২৩ নভেম্বর ২০ ১৬:০৯:৪৯
যত টাকা পেলো বিশ্বচ্যাম্পিয়ন অজিরা

দ্য রিপোর্ট ডেস্ক:ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ পর্দা উঠেছিল গত ৫ অক্টোবর। দেড় মাসের ক্রিকেটযজ্ঞ শেষে একই ভেন্যুতে রোববার (১৯ নভেম্বর) পর্দা নেমেছে বৈশ্বিক এই টুর্নামেন্টের।

ফাইনালে বিশ্বের অন্যতম বৃহৎ স্টেডিয়ামে প্রায় ১ লাখ ৩০ হাজারের বেশি দর্শকের সামনে স্বাগতিক ভারতের হৃদয় ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জিতে নিয়েছে অজিরা।

আগেই এবারের বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছিল আইসিসি। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পকেটে ঢুকেছে ৪০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ২৫ লাখ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের পাশাপাশি বড় অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে রানার্সআপ ভারতও।

এবারের বিশ্বকাপের রানার্স-আপ ভারত পেয়েছে ২০ লাখ ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি ১২ লাখ টাকারও বেশি। এ ছাড়া সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৮৫ লাখ টাকার মতো। সদ্য সমাপ্ত এই মহাযজ্ঞের জন্য মোট ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১১০ কোটি টাকা প্রাইজমানি বরাদ্দ রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

শেষ চারের আগে বিদায় নেওয়া বাংলাদেশসহ প্রতিটি দল পেয়েছে ১ লাখ ডলার বা প্রায় এক কোটি ১০ লাখ টাকা।

এখানেই শেষ না। প্রতিটি ম্যাচের জন্যও প্রাইজমানি বরাদ্দ ছিল। প্রতিটিতে জয়ের জন্য দলগুলো ৪০ হাজার ডলার করে পেয়েছে। সে হিসেবে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স-আপ ভারতসহ দলগুলোর টাকার অঙ্ক আরও বাড়ছে।

উল্লেখ্য, রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অজিদের কাছে স্রেফ উড়ে গেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ফিফটির পরও ইনিংসের শেষ বলে ২৪০ রানেই গুঁটিয়ে গিয়েছিল ভারত।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে ট্রাভিস হেডের অতিমানবীয় সেঞ্চুরি ও মার্নাস ল্যাবুশেনের অপরাজিত ফিফটিতে ৬ উইকেটের জয় তুলে নেয় অজিরা। এদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-কোনো বিভাগেই প্যাট কামিন্স বাহিনীর সঙ্গে পেরে উঠেনি রোহিত শর্মার দল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর