thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নয়াদিল্লিতে ৯০ দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন পররাষ্ট্র সচিব 

২০২৩ নভেম্বর ২৩ ১২:০৯:০৬
নয়াদিল্লিতে ৯০ দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন পররাষ্ট্র সচিব 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিস্থিতি নিয়ে ভারতের নয়াদিল্লিতে ৯০টি দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি জানিয়েছেন, বাংলাদেশে দূতাবাস নেই, কিন্তু কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলোর প্রতিনিধিদের সাথে এই বৈঠক হবে।

বুধবার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

২৪ নভেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার তিনি ঢাকা ছাড়বেন।

পররাষ্ট্র সচিব জানান, দূতাবাসগুলোকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে জানানো হবে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন করতে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরা হবে তাদের কাছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর