thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডেমরায় বাসের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

২০২৩ নভেম্বর ২৩ ১২:১২:০৮
ডেমরায় বাসের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় দুই নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ডেমরায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

আহত মইনুদ্দিন নামে এক যাত্রী জানান, লেগুনায় ১৪-১৫ জন যাত্রী ছিল। যারা পেছনে বসেছিলেন, তাদেরই বেশি ক্ষতি হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর