thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

অ্যান্ডারসনের  সেরা  একাদশে  রিয়াদ

২০২৩ নভেম্বর ২৩ ১২:১৮:৫৫
অ্যান্ডারসনের  সেরা  একাদশে  রিয়াদ

দ্য রিপোর্ট ডেস্ক:আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। শিরোপা নির্ধারণী ফাইনালে স্বাগতিক ভারতকে ৬ উইকেতে হারিয়ে নিজেদের হেক্সা মিশন সফল করেছে অজিরা। বিশ্বকাপ শেষ হলেও চুলচেরা বিশ্লেষণ শেষ হয়নি। এক কথায় চলছে ময়নাতদন্ত।

দলীয় পারফরম্যান্সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে অস্ট্রেলিয়া, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অনেকেই। সেই উজ্জ্বল তারকাদের নিয়ে অনেকেই তৈরি করছেন সেরা একাদশ। ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের বাছাই করা সেই সেরা একাদশে আছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ।

মাঠের পারফরম্যান্সে এবারের বিশ্বকাপটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের জন্য। আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচ ব্যতীত বাকি সবগুলো ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করেছে টাইগাররা। এমনকি ডাচদের বিপক্ষে পরাজিত হয় সাকিব বাহিনী। ব্যর্থ বিশ্বকাপ মিশনেও আলো ছড়িয়েছেন রিয়াদ।

অ্যান্ডারসন অবশ্য তার বিশ্বকাপ সেরা একাদশ ব্যাটিং পজিশন বা ক্রিকেটারের ভূমিকা বিচার করে তৈরি করেননি। একাদশে প্রত্যেক দেশ থেকে একজন করে ক্রিকেটার রেখেছেন তিনি। যেখানে একমাত্র ভারত থেকে রেখেছেন দুজন ক্রিকেটারকে।

বাংলাদেশ থেকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি বিশ্বকাপে বাংলাদেশের অন্ধের যষ্টি হয়ে একাই ধরেছিলেন হাল। কিন্তু একা আর কতটুকুই লড়াই করা যায়। রিয়াদ ভালো করলেও দলের হয়েছে ভরাডুবি। তা সত্ত্বেও বিশ্বকাপপরবর্তী কাটাছেঁড়ায় বারবার উঠে আসছে রিয়াদের নাম।

একনজরে জেমস অ্যান্ডারসনের বাছাই করা বিশ্বকাপের সেরা একাদশ

ডেভিড মালান (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাসমতউল্লাহ শহিদি (আফগানিস্তান), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা), দিলশান মাদুশঙ্কা (শ্রীলংকা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও মোহাম্মদ শামি (ভারত)।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর