thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

শুভমান গিলকে নিয়ে টেন্ডুলকার কণ্যার বিস্ফোরক মন্তব্য

২০২৩ নভেম্বর ২৩ ১২:২২:০৫
শুভমান গিলকে নিয়ে টেন্ডুলকার কণ্যার বিস্ফোরক মন্তব্য

দ্য রিপোর্ট ডেস্ক:ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার ও শুভমান গিলের প্রেমের চর্চা সর্বত্র। দু’জনেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়া, অনুরাগী সংখ্যাও মিলিয়নের উপরে। কিন্তু শচীন কন্যা জানিয়েছন এক্সে (সাবেক টুইটার) তার কোনও অ্যাকাউন্ট নেই।

বুধবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সারা। তিনি জানিয়েছেন,‌ তার ‘ডিপফেক’ ছবি তৈরি করা হচ্ছে। এমনকি তার নাম এবং ছবি দিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। যা নিয়ে বেশ বিরক্ত শচীন কন্যা।

ইনস্টাগ্রামে সারা লেখেন, ‘সামাজিক যোগাযোগ অসাধারণ একটা জায়গা। সেখানে আমরা নিজের আনন্দ, দুঃখ এবং প্রতি দিনের সব কিছু ভাগ করে নেই। কিন্তু সেখানে প্রযুক্তির অপব্যবহার করে সত্যিকে পাল্টে দেয়া হচ্ছে। যা ইন্টারনেটের কোনও পোস্টের সত্যতার উপর প্রশ্ন তৈরি করছে। আমি এমন কিছু ডিপফেক ছবি দেখেছি, যার সঙ্গে সত্যের দূরদূরান্ত সম্পর্ক নেই।

এক্সে আমার নাম এবং ছবি ব্যবহার করে এমন কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে যা মানুষকে ভুল তথ্য দিচ্ছে। আমার এক্সে কোনও অ্যাকাউন্ট নেই। আশা করব এক্সের সেই অ্যাকাউন্টগুলি মুছে দেয়া হবে। বিনোদন ভালো, কিন্তু তার জন্য কখনও সত্যিকে বিসর্জন দিয়ে দেয়া উচিত নয়। সত্যির ভিত্তি করে তথ্যের আদানপ্রদান হোক।’

ভারতীয় ওপেনার শুভমান গিলের সঙ্গে সারাকে জড়িয়ে বিভিন্ন পোস্ট এক্সে দেখা যায়। সারার নামে একাধিক অ্যাকাউন্টও এক্সে রয়েছে। বিশ্বকাপের মাঝে একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায় শুভমানকে জড়িয়ে রয়েছেন সারা। পরে জানা যায় সারার ভাই শচীন-পুত্র অর্জুনকে জড়িয়ে ছিলেন সারা। কিন্তু সেই ছবিতে অর্জনের জায়গায় শুভমানের মুখ বসিয়ে দেয়া হয়েছিল। এই সব কিছুর বিরুদ্ধে মুখ খুললেন সারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর