thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সংবিধানের বিরুদ্ধে বিদেশি কোনো উদ্যোগ সফল হয়নি:  পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৩ নভেম্বর ২৩ ২১:৩৬:১৩
সংবিধানের বিরুদ্ধে বিদেশি কোনো উদ্যোগ সফল হয়নি:  পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ কিংবা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বিদেশি কোনো উদ্যোগ সফল হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেটে ব্যক্তিগত সফরে এসে হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, স্বাধীনতা বিরোধীরা যেমন সরকারের বিরুদ্ধে বিদেশিদের কাছে হাজার হাজার চিঠি দিয়েছে, তেমনি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে দেয়নি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষ সুষ্ঠু একটা নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছে, তারা ভোট দিতে চায়।

পররাষ্ট্র সচিবের ভারত সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এখানে নির্বাচনী আলাপের কোনো বিষয় নেই। কারণ এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এবং দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক। একবার বাংলাদেশে হয় একবার ভারতে হয়। এবার বৈঠকটি ভারতে হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর