thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করেছেন তামিম 

২০২৩ নভেম্বর ২৪ ১৩:২৬:৪২
প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করেছেন তামিম 

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন। তামিম ইকবাল নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

তবে, ঠিক কি কারণে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, চলতি বছরের জুলাইয়ে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। গণভবনে লম্বা সময় আলোচনার পর অবসরর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন এই ওপেনার।

এরপর দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। যদিও এরপর বিশ্বকাপে খেলেননি তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর