thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

অগ্নিসংযোগ  মামলায় বিএনপি নেতা বাচ্চু গ্রেফতার

২০২৩ নভেম্বর ২৪ ২২:৩৩:১১
অগ্নিসংযোগ  মামলায় বিএনপি নেতা বাচ্চু গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক:গাজীপুরের শ্রীপুরে বিএনপির ডাকা অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার প্রধান আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন যাবত প্রচারণা চালিয়ে আসছিলেন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি প্রার্থী হিসেবে তার মনোনয়ন প্রায় নিশ্চিত ছিলো বলে জানিয়েছেন বিনএপি নেতাকর্মীরা।

এদিকে পুলিশের কাজে বাধাদান ও হত্যার উদ্দেশ্যে হামলা সংক্রান্ত নাশকতার মামলায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি দল। তারা হলেন-শাহ্ আলম গোলাপ (৪৫), শামছুল ইসলাম (৪৬), লালবাগ থানার ২৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাহাতুল ইসলাম (৫৫) ও জিন্নাতুল ইসলাম মজুমদার (৪৪)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর