thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

ঢাকা-১০ আসনে  মনোনয়ন পেলেন ফেরদৌস

২০২৩ নভেম্বর ২৬ ১৮:০৬:৩০
ঢাকা-১০ আসনে  মনোনয়ন পেলেন ফেরদৌস

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন চিত্রনায়ক ফেরদৌস।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের সময় এ কথা জানান আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নায়ক ফেরদৌস ঢাকা-১০ ও ঢাকা-১৮ দুই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। চিত্রনায়ক ফেরদৌস বলেন, মানুষের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। জনকল্যাণে মানুষের কাছে থেকে, পাশে থেকে যতটুকু সম্ভব আমি সবসময় করতে চাই। আমার দ্বারা যেন কারও কোনও ক্ষতি না হয়, উপকার করতে পারলে তো খুবই ভালো—এটা সবসময় মেনে চলি। রাজনীতিবিদ হিসেবে মানুষের সেবায় নিজেকে আরও ভালোভাবে নিয়োজিত করতে চাই।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে মনোযোগী চিত্রনায়ক ফেরদৌস। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় ব্যাপক সক্রিয় ছিলেন। কয়েক মাস আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন ফেরদৌস।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর