thereport24.com
ঢাকা, বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১,  ১৯ জিলহজ ১৪৪৫

বাংলাদেশের স্পিনারদের শক্তহাতে সামলাতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড

২০২৩ নভেম্বর ২৮ ০৯:২৪:৩৬
বাংলাদেশের স্পিনারদের শক্তহাতে সামলাতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক:জয় দিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করতে বাংলাদেশের স্পিনারদের শক্তহাতে সামলাতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। কিন্তু গত আসরে ষষ্ঠ স্থানে থাকে কিউইরা।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে সিলেটে সাউদি বলেন, ‘নতুন চক্র শুরু নিয়ে রোমাঞ্চিত। এটা টেস্ট খেলার জন্য কঠিন জায়গা। এই কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল। আমরা বছরের শুরুতে টেস্ট খেলেছি। শেষ চক্রে আমরা যেমন পরিকল্পনা করেছিলাম, তেমনটি হয়নি। প্রথম আসরের সাথে জড়িত ছেলেরা জানে এই চ্যাম্পিয়নশিপে ভালো করাটা কতটা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমরা উইকেটের দিকে একটু নজর দিয়েছি। এখানে খুব বেশি টেস্ট ম্যাচ হয়নি। এজন্য ফিরে দেখার মত অনেক তথ্য এবং পরিসংখ্যান নেই। আমরা একটি ভালো উইকেটের আশা করছি। অবশ্যই ম্যাচে স্পিন ভূমিকা রাখবে। আমরা এই বছরের শুরুতে পাকিস্তানে খেলেছি। এখন ছেলেদের উপমহাদেশে খেলার অনেক অভিজ্ঞতা আছে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর