thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

শমরিতা হসপিটালের বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা

২০২৩ নভেম্বর ২৯ ১৬:৫৪:৫৫
শমরিতা হসপিটালের বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদানের বিষয়টি সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়। এর পুরোটাই ছিল বোনাস লভ্যাংশ।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, বোনাস লভ্যাংশ ঘোষণা করা হলে তাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন প্রয়োজন হয়। বিএসইসির অনুমোদন প্রাপ্তির প্রেক্ষিতে কোম্পানিটি বোনাস শেয়ারের জন্য আগামী ৭ ডিসেম্বরকে রেকর্ড তারিখ ঘোষণা করেছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর