thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

জিপিএচই ইস্পাতের বোনাস লভ্যাংশ ঘোষণা

২০২৩ নভেম্বর ২৯ ১৬:৫৬:৩১
জিপিএচই ইস্পাতের বোনাস লভ্যাংশ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিপিএচই ইস্পাত লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদানের বিষয়টি সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৮ অক্টোবর কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে বলে ঘোষণা দেয়। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ। বাকি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। তবে কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালকরা কেবল বোনাস পাবেন।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, বোনাস লভ্যাংশ ঘোষণা করা হলে তাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন প্রয়োজন হয়। বিএসইসির অনুমোদন প্রাপ্তির পরিপ্রেক্ষিতে কোম্পানিটি বোনাস শেয়ারের জন্য আগামী ৭ ডিসেম্বরকে রেকর্ড তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করলে ঘোষিত লভ্যাংশ বিতরণ করা হবে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর