thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

গোপালগঞ্জ-৩ আসনে  শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা

২০২৩ নভেম্বর ২৯ ১৭:০৮:১৩
গোপালগঞ্জ-৩ আসনে  শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা

দ্য রিপোর্ট প্রতিবেদক:আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে তার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. শহিদ উল্লা খোন্দকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে এ পর্যন্ত দুটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং অন্যটি ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ আবুল কালামের। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচন হবে আগামী ৭ জানুয়ারি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর