thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

মাগুরায় সাকিব, সমর্থকদের উল্লাস

২০২৩ নভেম্বর ২৯ ১৭:২২:৩০
মাগুরায় সাকিব, সমর্থকদের উল্লাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর প্রথমবার নিজের এলাকায় এলেন সাকিব আল হাসান।

বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়ির বহর নিয়ে মাগুরায় পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়। সাকিবের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ৯টার দিকে ঢাকা থেকে রওনা হন সাকিব। গড়াই সেতু এলাকায় জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল দলীয় প্রার্থী হিসেবে সাকিবকে অভ্যর্থনা জানায়।

মাগুরা গড়াই সেতু থেকে ওয়াপদা পর্যন্ত প্রায় হাজারো মানুষ সকাল থেকে সাকিব আল হাসানের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় মাগুরা-ঢাকা মহাসড়কে যানজট লেগে যায়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ পদক্ষেপ নেয়। সাকিব কোনো বক্তব্য না দিলেও সবার ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। সাকিবের বাবা মাশরুর রেজা গণমাধ্যমকে বলেন, ‘সাকিব মাগুরা প্রবেশ করেছে। এত মানুষ এসেছে আমরা অবাক হচ্ছি। তার সঙ্গে অনেকে আছে। পরিবার থেকে অনেকে আছে। আমরা খুব খুশি যে মাগুরাবাসী তার মনোনয়নকে খুব ইতিবাচকভাবে দেখছে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর